ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANराजनीति

জামগ্রামে 50 টি পরিবার বিজেপি- সিপিএম ছেড়ে টিএমসিতে যোগ দিল

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লকের
জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামা পুর গ্রামে আজ 50 টি পরিবার বিজেপি আর সিপিএম ছেড়ে তারা টিএমসি তে জয়েন করলো লোকসভা ইলেকশনের আগে এরা প্রত্যেকেই টিএমসি ছিল কিন্তু এদেরকে কিছু প্রলোভন দেখিয়ে তাদেরকে বিজেপিতে আনা হয়েছিল আজকে তারা মনের ভুল স্বীকার করে পুনরায় বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ও বারাবনি ব্লক প্রেসিডেন্ট অসিত সিংহ এদের কাছে ভুল স্বীকার করে পুনরায় তারা টিএমসি তে চলে এলো উপস্থিত ছিলেন জাম গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ।

Leave a Reply