ত্রিশক্তি মাহিলা মন্ডল 25 জন গরিব মহিলা কে সহায়তা প্রদান করল


বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লক
ডিসেরগড় ত্রিশক্তি মাহিলা মন্ডল সালানপুর ব্রাঞ্চপক্ষ থেকে দোমোহানি একটি বেসরকারি প্রেক্ষাগৃহে 25 জন গরিব মহিলা হাতে খাবারের প্যাকেট ও আনুষঙ্গিক দেয়া হলো যেমন একটি মাক্স ছাতা সাবান ব্লিচিং পাউডার চিনি উপস্থিত ছিলেন পরে জয়িতা নন্দী প্রেম শিলা সিং কুমুদ কুমার লেডি সৌদামিনী নমিতা চক্রবর্তী ও দোমোহানি গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা সিং দোমোহানি গ্রাম পঞ্চায়েতের সদস্য সুজিত মাঝি উপস্থিত ছিলেন।
