ASANSOL

তৃণমূল কংগ্রেসের শিক্ষক কমিটির পক্ষ থেকে চেক তুলে দেওয়া হল জেলা প্রশাসনকে :

আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, ২৮শে আগষ্ট : শুক্রবার দ্বিতীয় দফায় করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটির (ডাব্লুবিটিএসটিএ) দ্বারা ৪ লক্ষ ১০হাজার টাকার চেক, অশোক রুদ্রর নেতৃত্বে এডিএম (শিক্ষা) মিঃ প্রশান্ত মন্ডলের হাতে অর্পণ করা হয়। এই বিষয়টি লক্ষণীয় যে প্রথম পর্যায়েও সংস্থাটির অভিভাবক ও পথপ্রদর্শক শ্রী অশোক রুদ্রের হাতে ‘সিএম রিলিফ ফান্ড’-এ ১৭ লক্ষ টাকার চেক জমা দেওয়া হয়েছিল। শুক্রবার ওই শিক্ষকদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীব মুখার্জি, দীপেন্দু শাহ, নুরুল হাসান, সুমিত রায়, মুকেশ ঝা, সুজাতা হুসেন, জয়ন্ত মন্ডল, মহেশ বিন্দ প্রমুখ শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *