ASANSOLASANSOL-BURNPUR

শান্তিনগর বিদ্যামন্দিরে ২০০ ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো শিক্ষা সামগ্রী

আসানসোল, বেঙ্গল মিরর,২৯ শে আগস্ট, সৌরদীপ্ত সেনগুপ্ত :
করোনা সময়কালের এই ভয়াবহ পরিস্থিতিতে প্রকৃত অর্থে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের স্কুল যাওয়া বন্ধ রয়েছে, তাদের খেলার মাঠে যাওয়া বন্ধ রয়েছে, তারা ঘর থেকে বেরোনো বন্ধ করেছে, নিজেদের বাড়ির চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে বাধ্য হয়েছে শিশুরা। বন্ধুদের সাথে খেলা, স্কুলে মজা করা, গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়া ইত্যাদি সবকিছুই বন্ধ রয়েছে।

এই সমস্ত বিষয় মাথায় রেখে পশ্চিম বর্ধমানের আসানসোলের পাশেই বার্নপুরে শান্তিনগর বিদ্যামন্দির উচ্চ বালিকা বিদ্যালয় ও শান্তি নগর বিদ্যা মন্দির পরিবারের পক্ষ থেকে নবম ও দশম বিভাগের শিক্ষার্থীরা শান্তি নগর বিদ্যা মন্দিরের স্কুল সভাপতি এবং প্রাথমিক বিদ্যালয় সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রের সহযোগিতায় ২০০ শিশুকে শিক্ষা এবং স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীতে শিক্ষার্থীদের জন্য খাতা, পেন, জ্যামিতি বক্স, স্যানিটাইজার মাস্ক, স্বাস্থ্য সুরক্ষা উপকরণ এবং সাজসজ্জার বই দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) – প্রশান্ত মন্ডল, স্কুলের ডিআই (মাধ্যমিক) – অজয় ​​পাল, হীরাপুর সার্কেল (এসআই) – অরিজিৎ মণ্ডল, ডব্লিউবিটিএসটিএ (জেলা সভাপতি) – রাজীব মুখার্জি, হীরাপুর (ওসি) – সৌমেন্দ্র সিংহ ঠাকুর, প্রধান শিক্ষক দীপেন্দু শাহ, প্রধান শিক্ষক শৈলেন্দ্র সিং, শিক্ষক মুকেশ ঝা, জয়ন্ত মণ্ডল, শ্রীকান্ত দাস, রথিন মজুমদার প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি দেবজানি মুখার্জি প্রোগ্রামটির সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *