ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsWest Bengal

illegal coal mining :ইসিএলের খনিতে অবৈধ খনন করতে গিয়ে ধসে মৃত ২

mines – photo manoj sharma & Sourodipto sengupta

বেঙ্গল মিরর, আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত ও মনোজ শর্মা: অবৈধভাবে কয়লা খনন করতে গিয়ে গৌরান্ডী এলাকায় মৃত্যু হল একই এলাকার একজন মহিলা সহ ২ জনের। এলাকা থমথমে রয়েছে। সূত্রের খবর অনুযায়ী শনিবার ভোর রাত্রে এই ঘটনা ঘটে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি বিধানসভার ভাটাস কয়লাখনি অঞ্চলে। ওই কয়লাখনি অঞ্চলে ডিউটিরত কেন্দ্র সরকারের আওতাধীন এক নিরাপত্তা আধিকারিক দাবি করেন, প্রতিদিনই চলে অবৈধভাবে কয়লা খনন এবং গতকাল রাতে একইরকম ভাবেই কয়লা খনন করতে নেমেছিল বেশ কিছু মানুষ। কিন্তু হঠাৎ ই ধস নামার কারণে চাপা পড়ে যায় এক পুরুষ ও এক মহিলা এবং এর ফলেই শনিবার ভোর রাত্রে মৃত্যু হয়েছে তাদের। এরপরেই ভোর রাতেই মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয়। এছাড়া কোলিয়ারির ওই নিরাপত্তাকর্মী দাবি করেন স্থানীয় রাজনৈতিক নেতা, পুলিশপ্রশাসন ও কয়লা খনন কার্যে লিপ্ত মানুষদের যোগসাজশে নাকি প্রতিদিন চলে এই অবৈধ কারবার। সব বিষয়ই কয়লাখনির উচ্চ আধিকারিকরাও নাকি জানেন। মৃতের বাড়ির এলাকায় গিয়ে দেখা যায় সম্পুর্ন এলাকা পুরুষশুন্য এবং শুনশান। এলাকায় অদ্ভুত এক থমথমে পরিবেশ। মুখে কুলুপ মৃতের বাড়ির লোকেরজনেরও । জানা যায় মৃতের গ্রাম ছাতাডাঙ্গা থেকে কয়েক কিলোমিটার দূরে রুণাকুড়াঘাট এলাকায় নদীর ধারে তাদের দেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এ বিষয়ে বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না এবং ব্যাপারটি তিনি খোঁজ নিয়ে দেখবেন।

Leave a Reply