ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsGeneralLatestNewsPoliticsWest Bengal

Asansol News: মনোহরা গ্রাম পরিদর্শনে বারাবনি বিধায়কমনোহরা গ্রাম পরিদর্শনে বারাবনি বিধায়ক

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, সালানপুর :- সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত নিজে পাঁয়ে হেটে মনোহরা গ্রামের বাড়ি বাড়ি এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।
গ্রামের কিছু যুবকরা বিধায়কের কাছে গিয়ে আবদার করেছিলেন তিনি যেনো একবার তাদের গ্রাম পরিদর্শন করতে আসেন এবং নিজে গ্রামের বর্তমান রাস্তার পরিস্থিতি দেখে আসেন ও গ্রামের মানুষের অভাবের কথা শুনেন।
তাই রবিবার দিন পুরো মনোহরা গ্রাম পরিদর্শন করেন বিধায়ক বিধান উপাধ্যায়।
মূলত এই গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে রাস্তা এবং বাড়ির
বিধায়ক বিধান আশ্বাস দেন খুব দ্রুত তাদের এই সব সমস্যার সমাধান করা হবে।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বলেন এই গ্রামে প্রচুর গরীব পরিবার বসবাস করেন।
সত্যি এই রাস্তার অবস্থা খারাপ রয়েছে,যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এই রাস্তা করা হয়নি,কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার নির্মাণ করা হবে।তাছাড়া এই গ্রামে জলের কষ্ট নেই,প্রচুর মানুষ বাড়ি পেয়েছে এবং আরো কিছু মানুষের বাড়ি আসছে।
এই গ্রাম পরিদর্শন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,কল্যা পঞ্চায়েতের উপ প্রধান শ্রীকান্ত পাতর সহ আরো অনেকে।

Leave a Reply