ASANSOLASANSOL-BURNPURBengali NewsGadgetsLatestNewsPoliticsWest Bengal

Asansol News: ৪০০ জন সদস্য তৃণমূলে যোগদান করলেন

বেঙ্গল মিরর(Bengal Mirror), আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোলের অন্তর্গত বার্নপুর(Burnpur) বাসস্ট্যান্ডের কাছে আসানসোল তৃণমূল যুব কংগ্রেসের(TMYC) দক্ষিণ শাখার তরফ থেকে বাংলার যুবশক্তি ক্যাম্প করা হয়। এরই সঙ্গে দলীয় নেতা ও মুখপাত্র অশোক রুদ্র – র হাত দিয়ে ৪০০ জন সদস্য তৃণমূলে যোগদান করলেন। মূলত এরা আসানসোল কর্পোরেশনের ৭৭,৭৮,৭৯,৮০,৮১,৯৪,৯৬ এই সমস্ত ওয়ার্ডের বাসিন্দা। এদের মধ্যে ৩০০ জন বিজেপি থেকে এবং ১০০ জন সিপিএম ও অন্যান্য দলের থেকে তৃণমূলে যোগদান করেন।এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অশোক রুদ্র , তৃণমূল যুব কংগ্রেস নেতা রূপেশ যাদব , ববিতা দাস , মেয়র পারিষদ অঞ্জনা শর্মা , কাউন্সিলর সোনা গুপ্তা, কাউন্সিলর বিনোদ যাদব, পূর্ণেন্দু টিপু , সঞ্জয় সিং, দেবগুরু, বুদ্ধদেব সমাজদার এবং ফিল্ড ইউনিট সদস্যরা সহ এলাকার ওয়ার্ড প্রেসিডেন্টরা।

Leave a Reply