ASANSOLBengali NewsBusinessCOVID 19GeneralWest Bengal

unlock 4 : ১ লা সেপ্টেম্বর থেকে আনলক ৪.০; দেওয়া হল বেশ কিছু বিষয়ে ছাড়


কলকাতা, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আনলক ৪.০ চলবে। সব জল্পনার অবসান ঘটিয়ে ৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চালু হবে মেট্রো চলাচল। তবে লোকাল ট্রেন চলাচল এখনই শুরু হবে না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, আইএএস সব রাজ্যের মুখ্যসচিবকে উদ্দেশ্যে করে একটি নির্দেশিকা পাঠিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের ওই নির্দেশিকা অনুযায়ী ২১ সেপ্টেম্বর এর পর থেকে রাজনৈতিক ও ধর্মীয় সভা সমিতি করা যাবে। তবে ১০০ জনের বেশী মানুষ সেখানে থাকতে পারবে না।রাজ্যগুলিতে কনটেইনমেন্ট জোন এর বাইরে লকডাউন করতে গেলে নিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি। এয়ার স্পেস থিয়েটার ছাড়া সমস্ত সিনেমা হল ও সুইমিংপুল বন্ধ থাকবে। কনটেইনমেন্ট জোন বাদে গ্রীন জনে স্কুল কলেজ খোলা যেতে পারে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *