ASANSOLASANSOL-BURNPURBengali NewsCOVID 19KULTI-BARAKARRANIGANJ-JAMURIA

বিজেপি কাউন্সিলর সমেত কর্পোরেশনের করোনা যোদ্ধারা সংক্রমিত

corona test camp at amc
mayor visits corona test camp(File Photo)

বেঙ্গল মিরর, আসানসোল(Asansol News),সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল কর্পোরেশন বিজেপি কাউন্সিলর করোনা সংক্রামিত হওয়ার সঙ্গে প্রায় এক ডজন করোনা যোদ্ধা সংক্রমিত হওয়ার রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
এ বিষয়ে কাউন্সিলর কে ফোন করা হলে তিনি বলেন গত 28 তারিখে তিনি করোনা পরীক্ষা করিয়ে ছিলেন যার রিপোর্ট গতকাল বিকেলের দিকে এসএমএস মারফত পজিটিভ এসেছে। এ বিষয়ে মেয়রের সঙ্গেও তার ফোনে কথা হয়েছে। ওই কাউন্সিলরকে কোন একটি সেফ হোমে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শারীরিক দিক থেকে আপাতত তার অসুবিধে নেই সেটি তিনি ফোনে জানান অর্থাৎ তাকে বাহ্যিক দিক থেকে লক্ষণবিহীন
(অ্যাসিম্পটোমাটিক) হিসেবেই বিবেচনা করা যায়।

বস্তুত, আসানসোল কর্পোরেশনে গত ২ দিন ধরে করোনা পরীক্ষার শিবির আয়োজিত হয়েছিল। ওই শিবিরে শতাধিক আসানসোল কর্পোরেশন এর কর্মীরা করোনা পরীক্ষা করেছিলেন যাতে অধিকাংশ আধিকারিকদের রিপোর্ট নেগেটিভ আসে।
কিন্তু কর্পোরেশনের বিজেপি কাউন্সিলর সমেত ৭ জন করোনা যোদ্ধা সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে একজন এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একজন স্যানিটারী ইন্সপেক্টর, দুজন মহিলা কর্মী, একজন মিড ডে মিল এর সাথে যুক্ত কর্মী এবং একজন সিকিউরিটি গার্ড রয়েছেন।

ওদিকে কর্পোরেশনের রানীগঞ্জ অফিসে ৬ জন কর্মী করোনা সংক্রমিত পাওয়া গিয়েছে যাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার রয়েছেন।

বস্তুত উল্লেখ্য লকডাউন শুরু প্রাথমিক পর্যায় থেকে কর্পোরেশনের কর্মীরা মানুষের করোনা যোদ্ধার ভূমিকা পালন করে এসেছে। মেয়র জিতেন্দ্র তিওয়ারি গত কয়েকদিনে কর্পোরেশন লক ডাউনের সময়ে কর্মীদের কাজের প্রশংসা করেছেন।

এদিকে শোনা যাচ্ছে কর্পোরেশনের ওই বিজেপি কাউন্সিলর করোনা পজিটিভ হওয়ার পরও কর্পোরেশনের বিভিন্ন দপ্তরে এবং সুকান্ত ময়দানে স্থিত স্বাস্থ্য কার্যালয় এর ভেতরেও গিয়েছেন। আর এরপরই তার পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটিও শোনা যাচ্ছে কর্পোরেশনের স্বাস্থ্য কার্যালয় এবং কর্পোরেশনের প্রধান অফিস ও বিভিন্ন আধিকারিকদের সাথে তিনি আলাপ আলোচনা করেছেন এবং বেশকিছু কাউন্সিলরের সাথে তিনি দেখা করেন। ফলে সেই সমস্ত কাউন্সিলর এবং আধিকারিকেরা আতঙ্কের মধ্যেই রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *