জেলায় ৪ হাজার পার করলো করোনা আক্রান্তর সংখ্যা
পশ্চিম বর্ধমান নতুন করে সংক্রমিত ৫৮ / সুস্থতা বাড়লেও, চিন্তায় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ সেপ্টেম্বরঃ পশ্চিম বর্ধমান জেলায় বৃহস্পতিবার রাতে করোনা আক্রান্তর সংখ্যা ৪ হাজার পার করে গেলো বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে।
এদিন রাতে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৫৮ জন করোনা আক্রান্তর খোঁজ মিলেছে। পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তর সংখ্যা ৪০১৫ জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৭৫ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ৩১৯৬ জন। মৃত্যু হয়েছে ১ জনের। জেলায় মোট মৃতর সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ জন। জেলায় বর্তমানে এ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮৪।
প্রসঙ্গতঃ, মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত জেলায় ১০০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এই সময়ের মধ্যে ১৭২ জন করোনা আক্রান্ত চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
গত ৭ দিনেরও বেশি সময় ধরে জেলায় ১০০ জনেরও বেশি করে করোনায় আক্রান্ত হয়েছেন সেদিক থেকে গত ২৪ ঘন্টায় আক্রান্তর সংখ্যা কিছুটা হলেও কমলো। সুস্থতার সংখ্যাটাও বেশি আছে।
এদিকে, বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন আসানসোল পুরনিগমের এক বিজেপি কাউন্সিলর। আসানসোল শহরের বাসিন্দা ঐ কাউন্সিলরকে সেফ হোমে নিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ঐ কাউন্সিলরের তেমন কোন উপসর্গ দেখা দেয়নি। এছাড়াও গত কয়েক মাস ধরে করোনা মোকাবিলায় কাজ করছেন এমন ১২ জনেরও বেশি করোনা যোদ্ধাও করোনা আক্রান্ত হয়েছেন। এরা সবাই আসানসোল পুরনিগমের বিভিন্ন দপ্তরের কর্মী ও আধিকারিক।
তবে, জেলায় করোনার সার্বিক ছবি নিয়ে বেশকিছুটা হলেও চিন্তায় রয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। রাজ্য সরকারের নির্দেশ মতো এই জেলায় আরো একটি কোভিড ১৯ হাসপাতাল তৈরী করার প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে জেলা প্রশাসন।