ASANSOLASANSOL-BURNPUR

বিশিষ্ট সমাজসেবী স্ব: আর এস চৌধুরীর পুত্র গুরু চৌধুরীকে সম্মানিত করা হল

গুরু চৌধুরী কে সম্মানিত করছেন গুরুদ্বারা প্ৰবন্ধক কমিটির পদাধিকারীরা

আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল গুরুদ্বারা প্ৰবন্ধক কমিটির পক্ষ থেকে বিশিষ্ট সামাজিক কর্মী রাজেন্দ্র সিং চৌধুরীর পুত্র গুরু চৌধুরীকে সম্মানিত করা হয়। এই উপলক্ষে প্রবন্ধক কমিটির প্রেসিডেন্ট অমরজিৎ সিং ভর্তার জানান, গুরুদ্বারা উন্নয়নে স্ব: রাজেন্দ্র সিং চৌধুরী ব্যাপক অবদান রেখেছেন। এ ছাড়াও তিনি সমাজের বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিরন্তর অবদান রাখেন, যার কারণে সমাজের বিভিন্ন শ্রেণির লোকেরা তাঁকে শ্রদ্ধা করতেন।

তারা সর্বদা তাঁর অভাব বোধ করবে। তিনি আশা রেখেছিলেন যে তাঁর পুত্র গুরু চৌধুরীও সমাজের জন্য অবদান রাখবেন। এই উপলক্ষে গুরু চৌধুরী বলেন যে তিনি সর্বক্ষণ সামাজিক কাজে সহযোগিতা করবেন। সম্মান অনুষ্ঠানে জসবন্ত সিং উপ্পল, অবিনাশ বিন্দ্র, বলজিৎ দাল্লান , তালবিন্দর দাল্লান, অমরজিৎ উপ্পল, ইকবাল মাগো, গুরদীপ ছাবড়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply