ASANSOLBengali NewsPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

মানুষের সুবিধার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন

পুরনিগমের ১ নং ওয়ার্ডে জামুড়িয়ার বোরিংডাঙ্গা এলাকায়

Asansol News Today
মা তারা মন্দিরের শিলান্যাস

বেঙ্গল মিরর, রাজা বন্দ্য়োপাধ্য়ায়,জামুড়িয়া, ৫ সেপ্টেম্বরঃআসানসোল(Asansol News Today) পুরনিগমের ১ নং ওয়ার্ডে জামুড়িয়ার বোরিংডাঙ্গা এলাকায় শনিবার সাধারণ মানুষের সুবিধার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও জনকল্যাণমুখী কাজের উদ্বোধন করেন। আসানসোল পুরনিগমের পক্ষ থেকে এলাকার শ্মশান ঘাটে তৈরী করা কমিউনিটি হল ও পুকুর ঘাটের উদ্বোধন করেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি।

অন্যদিকে , মা তারা মন্দিরের শিলান্যাস ও পানীয়জলের ট্যাঙ্কের উদ্বোধন করেন মেয়র পত্নী চৈতালি তেওয়ারি। অনুষ্ঠানে মেয়র জিতেন্দ্র তেওয়ারি আসানসোল পুরনিগমের তরফে এলাকায় করা বিভিন্ন কাজ ও প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ মেয়র বলেন, আগে শহরের প্রধান রাস্তায় স্ট্রিট লাইট লাগানোর ব্যবস্থা ছিলো। এখন এইসব এলাকার প্রধান রাস্তাতেও স্ট্রিট লাইট বসানো হচ্ছে। এই ধরনের কাজ আগামী দিনেও করা হবে।

একইসঙ্গে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য রাস্তা তৈরীর কাজ করা হচ্ছে। মেয়র আরো বলেন, আগামী কয়েক বছরের মধ্যে জামুড়িয়া এলাকায় তীব্র জল সংকট দেখা দিতে পারে।

সেই জন্য আসানসোল ও কুলটির মতো এই জামুড়িয়ায় ৪৩ কোটি টাকা খরচ করে একটি জল প্রকল্পের কাজ করা হচ্ছে। এই অনুষ্ঠানে জামুড়িয়ার বিডিও কৃষানু রায়, পুরনিগমের জল বিভাগের মেয়র পারিষদ পূর্ণ শশী রায়, ১ নং বোরো চেয়ারম্যান শেখ সানদার, কাউন্সিলর পম্পা ভট্টাচার্য, তৃনমুল কংগ্রেসের জামুড়িয়া ১ নং ব্লকের সভাপতি সাধন রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *