বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
দক্ষিণ থানার ৩ নং মহিশীলা কলোনি এলাকায়
বেঙ্গল মিরর, আসানসোল, ৭ সেপ্টেম্বরঃ বাড়ির মধ্যে ঘর থেকে গলায় দড়ি দেওয়া এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। সোমবার বিকেলের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল দক্ষিণ থানার ৩ নং মহিশীলা কলোনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম জয় মালাকার (৪৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকালে জয় মালাকারকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ আসে। জয়কে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাড়ির লোকেরা যুবকের মৃত্যুর ব্যাপারে কোন কারণের কথা পুলিশকে জানাতে পারেননি। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোন কারণে ঐ যুবক মানসিক অবসাদে ভুগছিলো। যে কারণে সে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে।