ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

কৃষক সভার বিক্ষোভ পূঁচড়া গ্রাম পঞ্চায়েতে

barabani news

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লক কৃষক সভার পক্ষ থেকে 10 দফা দাবি নিয়ে বারাবনি ব্লকের পূঁচড়া গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হল । প্রথমে গ্রামের বাইরে থেকে একটি র্যালি বের করা হয় তারপরেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হল দাবিগুলো হলো পঞ্চায়েত এলাকায় সমস্ত গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা ঘর নির্মাণ করতে হবে।
সমস্ত এলাকায় পানীয় জলের ব্যবস্থা। পঞ্চায়েত অফিস থেকে কৃষকের ধান কেনার ব্যবস্থা করে দিতে হবে।
সমস্ত পরিবারকে ডিজিটাল রেশন ব্যবস্থা করতে হবে। 60 বছরের ঊর্ধ্বে পেনশন এর ব্যবস্থা করে দিতে হবে এইসব দাবি নিয়ে পঞ্চায়েতে উপস্থিত হন। উপস্থিত ছিলেন কাজল বাউরী, শ্যামল মাঝি, তপন দাস, কল্যাণ সিং প্রমুখ।

Leave a Reply