রানীগঞ্জে 60 নম্বর জাতীয় সড়ক ধস
বেঙ্গল মিরর, বিজূ মন্ডল, রানীগঞ্জ: সাতসকালে ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ল রানীগঞ্জে। এবারও ঘটনাস্থল সেই রানীগঞ্জের শিশুবাগান। 60 নম্বর জাতীয় সড়ক রানীগঞ্জের শিশু বাগান মোড়ে সকালে পথচারীরা প্রথমে এই ধস দেখতে পান। খবর দেওয়া হয় প্রশাসনের বিভিন্ন স্তরে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত ও পূর্নশশি রায়। ধসের জেরে 60 নম্বর জাতীয় সড়কের প্রায় 5 ফুট এলাকাজুড়ে গর্তের সৃষ্টি হয়। বারবার শিশু বাগান এলাকায় এধরনের ধ্বংসের ফলে আতঙ্কিত স্থানীয়রা।
মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত ও পূর্নশশি রায় জানান ব্রিটিশ জামানায় ওই এলাকার ওপর দিয়ে বড় হাইড্রেন তৈরি করা হয়েছিল। কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত চলছে।যার জেরে এই ধসের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। প্রসঙ্গত মাসখানেক আগে এই শিশু বাগান মরে রাস্তার উপর হয়েছিল। যার জেরে রাস্তার একটা অংশ প্রশাসনকে বেরিকেড দিয়ে বন্ধ করে দিতে হয়েছিল।