BARABANI-SALANPUR-CHITTARANJANPolitics

10 দফা দাবি নিয়ে সিটুর বিক্ষোভ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লকের আজ বিডিও অফিসে সি আই টি ইউ সির পক্ষ থেকে 10 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। দাবিগুলো হলো। নির্মাণকার্য যুক্ত থাকা শ্রমিকদের অর্জিত সুরক্ষা কেড়ে নেওয়া চলবে না। নির্মাণ করলেন পর্ষদের শেষ অর্থ অন্যত্র হস্তান্তর করা চলবে না। প্রচেষ্টা প্রকল্পের অনুদান প্রাপকদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। নির্মাণ কল্যাণ পর্ষদের যুক্ত থাকা শ্রমিকদের লকডাউন এ যারা কাজ হারিয়েছে অবিলম্বে তাদেরকে 3000 টাকা করে দিতে হবে। শ্রম আইন সংস্কারের নামে শ্রমিকদের( b o c w১৯৯৬) আইন বদলানো চলবে না। এই সমস্ত দাবি-দাওয়া নিয়ে সি আই টি ইউ স্মারকলিপি জমা দেয়। উপস্থিত ছিলেন শেখ শফিক কল্যাণ সিং বাচ্চু মিশ্র শীতল রায় তাপস দাস সহ আরো অনেকে।

Leave a Reply