ASANSOLGeneralPolitics

মেয়রের সুস্থতা ও মঙ্গল কামনা করে সর্বধর্ম সভা

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত,আসানসোল : আসানসোল কর্পোরেশনের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি (JITENDRA TIWARI) এবং তার স্ত্রী চৈতালী তিওয়ারি (CHAITALI TIWARI) করোনায় আক্রান্ত হওয়ার পরে উভয়ের জন্য জেলার শুভাকাঙ্ক্ষীর সুস্থতা ও মঙ্গল কামনা করে প্রার্থনা চালিয়ে যাচ্ছেন। জেলার তৃণমুল সহ-সভাপতি রবিউল ইসলামের নেতৃত্বে আসানসোল আশ্রম মোড় টিএমসি অফিসের কাছে সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

আসানসোল কর্পোরেশনের মেয়র ইন্ কাউন্সিল সদস্য পুর্ণশশি রায়, বরো চেয়ারম্যান গোলাম সরোয়ার, কাউন্সিলর ওয়াসিমূল হক, টিএমসি নেতা জাভেদ ইকবাল, তৃণমূল নেতা ও সমাজসেবী বুম্বা মুখার্জি, যুব নেতা জোয়াব সেলিম (ভিকি), ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই প্রার্থনা সভায় মৌলানা তাহির রেসিদি ও মৌলানা খালিদ, ফাদার অনুতোষ ও অমিত দোলুই, পুরোহিত প্রেমকুমার পাঠক, শিখ ধর্ম গুরু পরমজীত সিং এবং সর্বন সিং সবাই একইসঙ্গে প্রার্থনা করেন। সব ধর্মের ধর্মগুরু নিয়ন এবং তার স্ত্রীর জন্য ঈশ্বরের কাছে দ্রুত সুস্থতার প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *