ASANSOLKULTI-BARAKARNewsPolitics

ডিসেরগড় ছিন্নমস্তা মন্দিরে মেয়রের সুস্থতা কামনা করে পুজা

বেঙ্গল মিরর,আসানসোল,
সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল কর্পোরেশনের মেয়র সহ পশ্চিমবঙ্গ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালী তিওয়ারি করোনায় আক্রান্ত হওয়ার পরে জেলার শুভাকাঙ্ক্ষীরা উভয় সুস্থ হওয়ার জন্য বিভিন্ন মন্দিরে প্রার্থনা করেন। টিএমসি জেলা সহ-সভাপতি এবং আসানসোল ১০৫ নং ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ আচার্য ওরফে বাপ্পা এবং তাঁর স্ত্রী ইন্দ্রাণী আচার্য্য, ১০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর, মঙ্গলবার ভোরে ডিসেরগড় ঘাটে মা ছিন্নমস্তা মন্দিরে পূজা দেন।

তারা মা ছিন্নমস্তার নিকট মেয়র ও তাঁর স্ত্রীর শীঘ্রই সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করেন এবং লোকদের মধ্যে প্রসাদ অর্পণ করেন। সেই সময় তার সঙ্গে সাথে বহু সংখ্যায় টিএমসি কর্মীও ছিলেন। তাৎপর্যপূর্ণ বিষয়, জেলার বিভিন্ন জায়গায় আসানসোলের মেয়রের শুভাকাঙ্ক্ষীরা মেয়র ও তার স্ত্রীর শীঘ্রই সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করছেন মন্দির ও দরগায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *