ASANSOLBengali NewsKULTI-BARAKAR

মেয়রের আরোগ্য কামনায় দোয়া ও পুজো

বেঙ্গল মিরর, প্রকাশ দাস, কুলটি : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নিয়ামতপুরে বুধবার সকালে নিয়ামতপুর দেবী মন্দিরে পুজাপাঠ ও প্রার্থনার সাথে সাথে দোয়া খানির অনুষ্ঠান করলেন আসানসোল পৌর নিগমের সংখ্যালঘুর মেয়র পরিষদ তথা 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর হাসিম । এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন কুলটির ব্লক সভাপতি বিমান আর্চাজি ,পার্ষদ বাদল পুইতণ্ডি , নেপাল চক্রবর্তী , ছাত্র নেতা যতীন গুপ্তা , সুবল চক্রবর্তী , বাবন মুখার্জী , বূম্বা চৌধুরী সহ একাধিক তৃনমুল নেত্বৃত্য ।সেখানে উপাসনার মধ্যে দিয়ে মেয়ার জিতেন্দ্র তিওয়ারী , মেয়রের স্ত্রী চৈতালি তিওয়ারী , মহেশ্বর মুখার্জী , গৌরব গুপ্তার দ্রুত আরোগ্য কামনা করা হয় ।অপরদিকে আসানসোলের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত তুলসিয়ান এর উদ্দোগে পুজাপাঠের আয়োজন করা হয় ।এদিন স্থানীয় বজরংবলি মন্দিরে পুজাপাঠের মধ্যে দিয়ে মেয়রের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

Leave a Reply