কেন্দ্র সরকারের প্রতিবাদে মাঠের আলে দাঁড়িয়ে কর্মসূচী
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/img-20241211-wa00436179337791398046526.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/09/tB-1-500x282.jpg)
বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, রানীগঞ্জ :সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুসারে আসানসোল (দক্ষিণ) বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে গ্রামীন ব্লকে কিষাণ ক্ষেতমজুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বল্লভপুর অঞ্চল ও জেমেরী অঞ্চলে কেন্দ্র সরকারের জনবিরোধী সিদ্ধান্ত, সারের দাম বৃদ্ধি ,পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মাঠের আলে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করা হলো।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন TMC ব্লক সভাপতি শ্রী দেবনারায়ন দাস, ব্লকের কৃষকনেতা ফুচু ব্যানার্জী, সমিতির সদস্য শিবরাম কারার, যাদব বাদ্যকর,পঞ্চায়েত সদস্য যাদব বাদ্যকর, জিতেন পরামানিক, সদস্যা সীমা মাড্ডি, তুলু বাউরী, প্রকাশ রায়, উজ্জ্বল ধীবর, নিদয় মণ্ডল, সুব্রত ভট্টাচার্য, শীতল অধিকারী, ধর্ম রুইদাস, সাবাইনা রুইদাস, রক্ষিত ভান্ডারী, রমেশ বাদ্যকর সহ তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।