ডিআরএম সুমিত সরকার ঘুরে দেখলেন বিশ্বকর্মা পুজো


বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বৃহস্পতিবার বিশ্বকর্মা পূজা আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে পালিত হয়। বিশ্বকর্মা পুজো আসানসোল রেল বিভাগের বিভিন্ন কর্মশালায়ও পালিত হয়। আসানসোল বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক অর্থাৎ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ( DRM) সুমিত সরকার অফিসারদের একটি দল নিয়ে বিশ্বকর্মা পূজা পরিক্রমা করতে বের হন।

সবার আগে তিনি যান আসানসোল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কর্মীদের ক্যারেজ ও ওয়াগন বিভাগের পূজা প্যান্ডেল ঘুরে দেখেন। এরপরে, আসানসোল স্টেশন, ওয়ার্কশপ, টিআরএস মেমু শেড, পার্সেল অফিস সর্বত্র ঘুরে দেখেন। ওইসময় আপার ডিভিশন রেলওয়ে ম্যানেজার মুকেশ কুমার মীনা, সিনিয়র ডিইএন (সমন্বয়) কৌশলেন্দ্র কুমার, সহকারী সুরক্ষা কমিশনার কেসি নায়ক প্রমুখ উপস্থিত ছিলেন।