ASANSOLASANSOL-BURNPURBengali NewsFEATUREDNewsWest Bengal

ভাস্কর শিল্পী সুশান্ত রায় এর হাতে প্রাণ পেলো সুশান্ত সিং রাজপুত

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৭ সেপ্টেম্বরঃ সুসান্ত সিং এর মোমের মূর্তির উন্মোচন হল আসানসোলের মহিশীলার সুসান্ত রায়ের মিউজিয়ামে ।আসানসোল মহিশীলাতে বাসিন্দা শীল্পি সুশান্ত রায় ,এর আগেও বিভিন্ন খেত্রে গুনি ব্যক্তিদের মূর্তি তৌরি করেছেন।এবারে অভিনেতা ও সদ্য প্রয়াত সুসান্ত সিং রাজপুতের মূর্তি বানিয়ে তার মিউজিয়ামে সাজিয়ে রাখছেন।

শীল্পি সুসান্ত রায় বলেন, আগামী দিনে যদি সুসান্তের পরিবার এধরনের মূর্তি তৌরি করাতে চান তা হলে তিনি তৌরি করে দেবেন।শীল্পি সুসান্ত রায়ের বাড়িতে এখনো প্রজন্ত অভিনেতা অমিতাভ বচ্চন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জতি বসু, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ও ক্রীড়া খেত্রে বিরাট কোহলি সহ একাধিক বিশিষ্ট জনের মূর্তি তৌরি করেছেন ।

এবারে অভিনেতা সুসান্ত সিং রাজপুতের মূর্তি তৌরি করলেন।একই সাথে স্থানীয় ভক্তদের ভিড় .মোমের পূর্ণ মূর্তি সাথে সেলফি তুলতে দেখা গেলো সুশান্ত সিং রাজপুত এর ভক্তদের.শিল্পী সুশান্ত রায় বলেন আমার এক মাত্র কন্যা চাহিদা ছিল সুশান্ত সিং রাজপুতের মোমের মূর্তি বানানো তারই চাহিদা মেটাতে এই মূর্তি।

Leave a Reply