মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান
বেঙ্গল মিরর, মনোজ শর্মা ও রিক্কী বাল্মীকি , সালানপুর:
মহালয়া ও বিশ্বকর্মা পূজার শুভ দিনে ফোকরাডি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো।
রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুজিত দস্তিদারের ব্যাবস্থাপনায় মুক্তাইচন্ডী আনন্দমেলা সমিতি ও আসানসোল ব্লক ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মোট ১৯ জন পুরুষ এবং মহিলা রক্ত দান করেন।
এই রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান,জেলা পরিষদ সদস্য কৈলাসপতি মণ্ডল, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, সুলতা তালুকদার,সমনিতা দস্তিদার, করবি ভৌমিক,বিউটি চক্রবর্তী,রেশমি লাল,লতিকা বিশ্বাস সহ আরো অনেকে।