Asansol : পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু
আসানসোল(ASANSOL), বার্ণপুর( BURNPUR) ও অন্ডালে (ANDAL)
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৮ সেপ্টেম্বরঃ আসানসোলের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘন্টার মধ্যে পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
বাড়ি থেকে এক যুবকের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের কালাঝড়িয়া লাইনপার এলাকায়। মৃত যুবকের নাম কুন্দন রাম (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে বাড়ির লোকেরা কুন্দন রামকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঐ যুবক সম্ভবত কোন কারনে মানসিক অবসাদে ভুগছিলো। সেই কারনে যুবক আত্মঘাতী হয়েছে।
পুকুরে ডুবে যুবকের মৃত্যু
বন্ধুদের সঙ্গে বিশ্বকর্মা বিসর্জনে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার দিলদারনগরে। মৃত যুবকের নাম শ্যামল রাউত (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, দিলদারনগরের বাসিন্দা শ্যামল রাউত এদিন সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে এলাকার একটি পুকুরে বিশ্বকর্মার বিসর্জনে যায়। আচমকাই সে পুকুরের জলে তলিয়ে যায়। বেশ কিছুক্ষুনের চেষ্টায় তাকে পুকুরের জল থেকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।।
গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। অন্ডাল থানার খাস কাজোড়া কোলিয়ারি এলাকার বাসিন্দা মৃত চালকের নাম রাহুল নুনিয়া (৩০)।
পুলিশ জানায়, রাহুল নুনিয়া ইসিএলের কর্মী ছিলো। বৃহস্পতিবার রাতে রাহুল মোটরবাইক করে বাড়ি যাচ্ছিলো। খাস কাজোড়া কোলিয়ারি রাস্তায় কোন গাড়ি তাকে ধাক্কা মারে। পরে আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/09/IMG-20200918-WA0023-277x300.jpg)