Bengali NewsPANDESWAR-ANDAL

কাজের দাবীতে খোলামুখ খনি বন্ধ রেখে বিক্ষোভ

শ্রমিকদের মারধরের অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে

কাজের দাবীতে খোলামুখ খনি বন্ধ রেখে বিক্ষোভ

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি, পান্ডবেস্বর:

কাজের দাবীতে খোলামুখ খনি বন্ধ রেখে বিক্ষোভ । এবং পাল্টা শ্রমিকদের মারধরের অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে। পান্ডবেস্বরের জোয়ালভাঙ্গা এলাকায় প্রায় ছয়টি মৌজা নিয়ে এক হাজার উনসত্তর একর জমি অধিগ্রহণ করে ইসিএল একটা মেগা প্রজেক্ট তৈরির কাজ শুরু হয়েছে এমনটাই জানান স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ মন্ডল।

আজ পান্ডবেস্বরের জোয়ালভাঙ্গা,পাণ্ডবেস্বর এলাকার স্থানীয়রা শাসক দল তৃণমূলের ছত্র ছায়ায় তৃণমূলের দলীয় পতাকা নিয়ে , কাজে নিতে হবে এই দাবীতে খোলামুখ খনির কাজ বন্ধ করল। পাল্টা খনিতে কর্মরত ঠিকা শ্রমিকদের মারধরের অভিযোগ উঠল আন্দোলনকারীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনকারী নেতা প্রদীপ মণ্ডল।

খনিতে কর্মরত ঠিকা কর্মী গৌতম ঘোষ জানান, তাকে এবং তার সাথে কর্মরত আরো দুই জন শ্রমিককে প্রচণ্ড মারধর এবং তার গলার সোনার হার ছিনতাইয়ের অভিযোগ করেন। এ বিষয়ে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।বিক্ষোভকারীরা জানান, ইসিএল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করে খনির মাটি কাটার কাজ শুরু করেছে,কিন্তু স্থানীয় লোকেদের কোন রকম কাজ না দিয়েই বাইরের লোক দিয়ে কাজ করাচ্ছে । তাই স্থানীয়রা দাবী করেন যে খনির কাজ চালাতে হলে স্থানীয় বেকারদের সুযোগ দিতে হবে নইলে বৃহত্তর আন্দোলন হবে খনি চত্তরে।
এই দাবী নিয়ে আজ প্রায় শ খানেক গ্রামবাসী ও স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা খনির কাজ বন্ধ করে দেন ।ঘটনাস্থলে কোন রকম উত্তেজনা এড়াতে মোতায়েন রয়েছে পাণ্ডবেস্বর থানার পুলিশ ও সি আই এস এফ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *