ASANSOL

“উর্দু নয় বাংলা চাই রাজেশ তাপস হত্যার বিচার চাই” : ABVP

বেঙ্গল মিরর , আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :- “উর্দু নয় বাংলা চাই, রাজেশ তাপস হত্যার বিচার চাই” এই স্লোগান তুলে রবিবার বিকেলে পশ্চিম বর্ধমানের আসানসোল স্টেশন রোডের যোগি বাবা স্থান থেকে আসানসোল বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা।
মূলত উর্দু আগ্রাসনের প্রতিবাদে এবং দাড়িভিট হাই স্কুলের বাংলা ভাষার জন্য পুলিশের গুলিতে নিহত দুই রাজেশ সরকার ও তাপস বর্মনের মৃত্যুর বিচার চেয়ে তাদের এই প্রতিবাদ মিছিল।
এদিন এবিভিপি জেলা সম্পাদক শুভ গাঙ্গুলী বলেন, পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবসে ভাষাবীর রাজেশ ও তাপসের হত্যার বিচার চেয়ে এবং ক্রমবর্ধমান উর্দু আগ্রাসনের প্রতিবাদে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মনের মৃত্যুর বিচার দুই বছর পেরোলেও এখনো পর্যন্ত নাকি বিচার হয়নি। তিনি বলেন এই বিচার এবং তদন্ত প্রক্রিয়া দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে যাবে তারা।
ওই সভায় উপস্থিত ছিলেন অন্তু কোনার , জিৎ সামন্ত প্রমুখ ছাত্রনেতা এবং সদস্যরা।

পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবসে ABVP এর প্রতিবাদ মিছিল আসানসোলে

Leave a Reply