কুয়ো থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য


বেঙ্গল মিরর, প্রকাশ দাস, সীতারামপুর: আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে কপিলেশ্বর মন্দিরের কুয়ো থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম পবন আগরওয়াল ( 62)। বাড়ি নিয়ামতপুরে। জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী। এরপর ই কপিলেশ্বর মন্দিরে একজনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকলের কর্মীরা পৌচ্ছায়। দমকলের কর্মীরা মৃতদেহ উদ্ধার করার পর পরিবারের লোকেরা সনাক্ত করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যবসায়ীর মৃত্যুর কারনে কান্নায় ভেঙ্গে পড়েছে পরিজনেরা। মৃত্যুর কারন খতিয়ে দেখছে পুলিশ।
