BARABANI-SALANPUR-CHITTARANJANPolitics

বারাবনিতে তৃণমূলের ধিক্কার মিছিল

তৃণমূলের ধিক্কার মিছিল

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি:

বারাবনি ব্লকের বারাবনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভানোরা মোড় থেকে একটি মিছিল বের করা হয় টিএমসির পক্ষ থেকে মূলত রিভার করার উদ্দেশ্য হলো কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি প্রাইভেট করেন এরই প্রতিবাদে আজকের আয়োজন করা হয়। এই রেলিতে উপস্থিত ছিলেন ব্লক প্রেসিডেন্ট অসিত সিংহ, বারাবনি গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেশ বাউরির বারাবনি পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার বাউড়ি বারাবনি পঞ্চায়েত সমিতির সদস্য সিন্টু ভূঁইয়া, যুব তৃণমূল নেতা দেবাশিস প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply