Bengali NewsPoliticsWest Bengal

কংগ্রেসের অবস্থানকেই সমর্থন করল সিপিএম

কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধীতায়
কংগ্রেসের অবস্থানকেই সমর্থন করল সিপিএম
sujan chakraborty File photo

বেঙ্গল মিররবাঁকুড়া ঃ কংগ্রেসের অবস্থানকেই সমর্থন করল সিপিএম । কৃষি বিল নিয়ে কেন্দ্রের বিরোধীতায় কংগ্রেস যে অবস্থান নিয়েছে তা যথার্থ। আজ বাঁকুড়ার বড়জোড়ায় মহামিছিল ও বিডিও অফিসে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে সুজন চক্রবর্তী বলেন, রাজ্য সভায় সংখ্যাগরিষ্ঠতা নেই। সেকারনে কৃষি বিল পরাস্ত হবে এটা বুঝতে পেরে ঘোষনা করে দেওয়া হয় কৃষি বিল ধ্বনী ভোটে পাস হয়ে গেল। এটা সংসদীয় গনতন্ত্রকে হত্যা করার সামিল। এই ঘটনার প্রতিবাদে সিপিএমের রাজ্যসভার সাংসদ রাগেশ সাও সহ বিভিন্ন দল প্রতিবাদে সামিল হয়। তাঁদের উপর আক্রমণ হয়। অসুস্থ হয় তিন জন। এই ঘটনায় সাংসদদের শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু শাস্তি প্রাপ্য যিনি বে আইনি ভাবে সংসদ পরিচালনা করেছেন সেই ডেপুটি চেয়ারম্যানের। এক্ষেত্রে অধীর চৌধুরী যা বলেছেন তা যথার্থ।

এদিন শুধু সংসদের কৃষি বিল ইস্যুই নয়, জঙ্গী ইস্যুতেও এদিন সুজন চক্রবর্তী মুখ খুলেছেন। এ বিষয়ে রাজ্য প্রশাসনের সক্রিয়তা বৃদ্ধির পাশাপাশি সুজন চক্রবর্তী দাবি করেন কেন্দ্রের বিভিন্ন তদন্তকারী সংস্থার বিস্বাসযোগ্যতা ক্রমশ কমছে। তদন্তের পর বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে তদন্ত ঠিকমতো হয়নি। স্বাভাবিক ভাবেই তদন্ত করতে গিয়ে এটা মাথায় রাখতে হবে যেন নিরপরাধ ব্যাক্তিরা শিকার না হয়। জঙ্গী কার্যকলাপ ঠেকাতে সকলকে একসাথে কাজ করতে হবে। জঙ্গী কার্যকলাপ রোধে রাজ্য সরকারের অসতর্কতার সুযোগ নিচ্ছে কেন্দ্রের সরকার।

Leave a Reply