কৃষক সভার ১০ দফা দাবি নিয়ে বিক্ষোভ
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/img-20241211-wa00436179337791398046526.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/09/cpm-500x375.jpg)
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ঃবারাবনি ব্লকের কৃষক সভা ও ক্ষেতমজুর পক্ষ থেকে দোমোহানি গ্রাম পঞ্চায়েত স্মারকলিপি দেয়া হল 10 দফা দাবি নিয়ে প্রথমে একটি চরনপুরে গ্রামে রেলি বার করা হয় পরে স্মারকলিপি দেয়া হয় । উপস্থিত ছিলেন শেখ শফিক গঙ্গামন্ডল নেপাল ভান্ডারী ভাই সিমেট্রিপরে দোমোহানী গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা সিং জানান যে আমাদের দাবি প্রত্য়েক গরীব মানুষ কে ডিজিটাল রেশন কার্ড দিতে হবে। সমস্ত গৃহহীন মানুষদের আবাস য়োজনা তে বাড়ি করে দিতে হবে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)