SUCI এর প্রতিবাদ সভা কেন্দ্রের বিরূদ্ধে
বেঙ্গল মিরর, ইন্দ্র ভূষণ ঝাঁ,দুর্গাপুর ঃ কেন্দ্রের বিজেপি সরকারের এই জনবিরোধী নীতির প্রতিবাদে আজ দুর্গাপুর সিটি সেন্টারে এস ইউ সি আই (SUCI) সি দুর্গাপুর মহকুমার পক্ষ থেকে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়। পার্লামেন্টে গৃহীত কৃষক স্বার্থবিরোধী কালা বিল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় । প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য কমরেড সোমনাথ ব্যানার্জি ও অন্যান্য নেতৃবৃন্দ।
করণা অতিমারি পরিস্থিতিকে অজুহাত করে স্বল্প মেয়াদী বাদল অধিবেশনে কোন রকমের বিতর্কের সুযোগ না দিয়ে শ্রমিক ও কৃষক স্বার্থবিরোধী একটার পর একটা জনবিরোধী বিল অগণতান্ত্রিকভাবে পাস করিয়ে নিল বিজেপি সরকার।
কৃষি সংক্রান্ত তিনটি বিল অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনী বিল, ফারমার্স প্রডিউস ট্রেড এন্ড কমার্স বিল, ফারমার্স এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসিওরেন্স এন্ড ফেয়ার সার্ভিসেস বিল পাশ করিয়েছে লোকসভায় বিজেপির সরকার।
এর কিছুদিন আগেই অর্ডিন্যান্স জারি করে সমস্ত প্রকার খাদ্য শস্য, ডাল, তৈলবীজ, পেঁয়াজ ,আলু কে অত্যাবশ্যকীয় সামগ্রী তালিকা থেকে বাদ দিয়েছিল। যার ফলে সামগ্রিকভাবে কৃষি পণ্য সংগ্রহ ও তার বন্টন পুরোপুরি দেশী ও বিদেশী কর্পোরেট হাঙরদের হাতে চলে যাবে।
এরই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি ব্যাপকহারে মূল্যবৃদ্ধি আলু পেঁয়াজ সহ সমস্ত সবজির দাম আকাশছোঁয়া। রাজ্য সরকার টাস্কফোর্স তৈরি তিন বার মিটিং ও বাজার পরিদর্শন করলেও কোনো দাম নিয়ন্ত্রিত হয় নি।
2’কোটি 10 লক্ষ চাকুরীজীবী কাজ হারিয়েছে
এর সাথে সাথে আমরা লক্ষ্য করছি করোনা অতিমারি পরিস্থিতিতে 2’কোটি 10 লক্ষ চাকুরীজীবী কাজ হারিয়েছে। 77 কোটি বেকার এর ওপর রেল সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার ।
রেল ,কয়লা, ইস্পাত শিল্প, তৈল ক্ষেত্র ,ব্যাংক-বীমা, বিদ্যুৎ ইত্যাদি গুরুত্বপূর্ণ লাভজনক সংস্থাগুলিকে বিলগ্নীকরণ অর্থাৎ শেয়ার বিক্রির মাধ্যমে বেসরকারিকরণ করছে। ইতিমধ্যেই 6 টি বিমানবন্দর আদানি কে দিয়েছে। 109 টি রুটে 151 ট্রেনকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়েছে। এরমধ্যে পশ্চিমবঙ্গে 15 টি রুটে দূরপাল্লার ট্রেন আছে ।