GeneralKULTI-BARAKAR

ডিসেরগড় ঠাকুরবাড়ি মন্দিরে হোময়জ্ঞ

বেঙ্গল মিরর, প্রকাশ দাস, সীতারামপুর ঃ মংগলবার সকালে কুলটির ডিসেরগড় ঠাকুরবাড়ি মন্দিরে কুলটির তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ডঃ সুবল চক্রবর্তীর উদ্যোগে হোময়জ্ঞ করা হলো। আসানসোল পৌরনিগমের মহানাগরিক জিতেন্দ্র কুমার তেওয়ারি ও তার সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা চৈতালী তেওয়ারি ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মহেশ্বর মুখার্জী করোনা কে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার জন্য এবং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি গৌরব গুপ্তা, স্পোর্ট সেলের চেয়ারম্যান অনুপ চট্টরাজ ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জতীন গুপ্তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করা হলো । এতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আমিত গুপ্তা , ছাত্র নেতা রোশন কুমার লালা , গৌতম রজক , অর্পিতা কর্মকার , মৌ মুখার্জী সহ অনেকে ॥

Leave a Reply