ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIA

অনির্দিষ্টকালের জন্য সব রুটের বাস বন্ধ

জামুড়িয়াতে টোটোর দাপটের জেরে

অনির্দিষ্টকালের জন্য সব রুটের বাস বন্ধ

বেঙ্গল মিরর, জামুড়িয়া, ২৩সেপ্টেম্বরঃ- টোটোর দাপটের জেরে অনির্দিষ্টকালের জন্য জামুড়িয়া থেকে সব রুটের বাস বন্ধ করে দিল বাস এজেন্ট ও বাস কর্মীরা। টোটো নিয়ন্ত্রন না হলে বাস পরিষেবা বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেয় তারা। বাস এজেন্ট অশোক বাগদি জানান প্রতিদিন টোটো চালকেরা বাসের আগে লাগিয়ে বাসের যাত্রীদের তুলে নিচ্ছে। যার ফলে বাসের যাত্রী পাওয়া যাচ্ছেনা। ফাঁকা বাস চালতে হচ্ছে। ক্ষতি মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। টোটো চালকদের এই বিষয়ে বললে বাস কর্মীদের উপর চড়াও হয়।

তিনি বলেন অন্য দিনের মতো আজ কেউ দোমহানি রুটের বাস ছাড়ার মুখে এক টোটো চালক বাসের যাত্রীদের নামিয়ে নিজের টোটো চাপিয়ে নেয়। তার জেরে বাস এজেন্ট ও টোটো চালকের সাথে সংঘাত বেঁধে যায়। এর পরেই জামুড়িয়া থেকে সমস্ত রুটের বাস বন্ধ করে বিক্ষোভ দেখায় সব বাস কর্মী ও এজেন্টরা। তাদের দাবি প্রশাসন টোটো চালকদের নিয়েন্ত্রন না করলে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ রাখার হুঁশিয়ারি দেয়। এই বিষয়ে প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *