ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

HINDUSTAN কেবেলস পূর্ণবাসন কমিটির পথসভা

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মিকী ও মনোজ শর্মা, সালানপুর :- নতুন শিল্পের দাবিতে এবং হিন্দুস্তান(HINDUSTAN) কেবেলস কারখানার কর্তৃপক্ষের ও কেন্দ্র সরকারের শোষণ নীতির বিরুদ্ধে হিন্দুস্তান কেবেলস পূর্ণবাসন কমিটির এই পথসভা।
কেন্দ্র সরকারের নির্দেশে হিন্দুস্তান কেবেলস কারখানা বন্ধের পর থেকে লড়াই শুরু করেছে পূর্ণবাসন কমিটি।তাদের দাবি পূনরায় এই কারখানায় নতুন শিল্প গড়ে তোলার,তাছাড়া হিন্দুস্তান কেবেলস কারখানা কর্তৃপক্ষ যেভাবে শ্রমিকদের ঠকিয়েছে তার বিরুদ্ধে আইন
মামলা থেকে শুরু করে প্রতি মুহূর্তে আন্দোলন গড়ে তুলেছে পূর্ণবাসন কমিটি।

HINDUSTAN কেবেলস পূর্ণবাসন কমিটির পথসভা


তাদের দাবি নতুন শিল্প,ঠিকা শ্রমিকদের পূর্ণবাসন এবং ৬০বছর বয়সের আগে ৫৮ বছর বয়সে অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ২বছরের অর্থপ্রদান এই সব বিভিন্ন দাবিদাবা নিয়ে এই আন্দোলন গড়ে উঠেছে,তাছাড়া বর্তমান সময়ে কেন্দ্র সরকার যেসব রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছে হিন্দুস্তান কেবলস পূর্ণবাসন কমিটি।
তারা তাদের প্রতিটি দাবি রাজ্য থেকে শুরু করে কেন্দ্র সরকার কাছে অভিযোগ ও জানিয়েছে।


এই প্রসঙ্গে হিন্দুস্তান কেবলস পূর্ণবাসন কমিটির সম্পাদক সুভাষ মহাজন জানান হিন্দুস্তান কেবেলস কারখানা নিয়ে আমরা সর্বত্র লড়াই করে এসেছি এবং আগামী দিনে আরো করবো যত দিন না আমাদের সমস্ত দাবি মঞ্জুর হচ্ছে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে তাছাড়াও যেসব কেন্দ্র সরকার রাষ্ট্রায়ত্ত কারখানা গুলিকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি আমরা আন্দোলন গড়ে তুলবো।

Leave a Reply