WBTSTA সুশীল কুমার সিনহা কে সম্মানিত করল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটির পক্ষে আজ সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায়ের নেতৃত্বে বার্নপুর রিভার সাইড স্কুলের অধ্যক্ষ সুশীল কুমার সিনহাকে সম্মান ও অভিনন্দন জানানো হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা জানান তিনি।
লক্ষণীয় বিষয় যে প্রিন্সিপাল সুশীল কুমার সিনহা সিবিএসই পুরষ্কার পেয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমের দ্বারাও তাকে সম্মানিত করা হয়েছিল। সিবিএসই শিক্ষকদের এই সম্মান প্রদান করে তাদের যারা শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বে সিবিএসইয়ের অধীনে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন । এ বছর দেশজুড়ে মোট ৩৯ জন শিক্ষক নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন দীপেন্দু সাহা, মুকেশ ঝা, কমল মুরমু, দেবাশীষ চতরাজ, মনোজ কুশওয়াহা, সীমা ভট্টাচার্য প্রমুখ।