BARABANI-SALANPUR-CHITTARANJANPolitics

তৃণমূল কংগ্রেসের পথসভা

তৃণমূল কংগ্রেসের পথসভা

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানুরিয়া জল ট্যাংকি মোড় থেকে শুরু হলো এক পথসভা। কেন্দ্র সরকার কৃষক বিরোধী যে বিল জোরপূর্বক পাস করে দিয়েছে তারে বিরোধিতায় আজকের এই পথসভা।

এই পথ সভায় যোগ দিতে এসে বারাবনি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের কর্মদক্ষ অসিৎ সিংহ বলেন যে।কেন্দ্র সরকার দিনের-পর-দিন মানববিরোধী যে কার্যকলাপ শুরু করেছে। এবং কয়েকদিন আগেই কৃষক বিরোধী যে বিল জোরপূর্বক পাস করেছে। বিরোধীদের আপত্তি জানানো সত্ত্বেও জোরপূর্বক যে বিল পাস করা হয়েছে।এবং দেশের বড় বড় পুঁজিপতিদের হাতে দেশের সমস্ত কিছু বিক্রি করে দেওয়া যে চক্রান্ত বিজেপি সরকার করছে। তার জন্যই আজ আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি।

এই দিন উপস্থিত ছিলেন পানুরিয়া পঞ্চায়েতের প্রধান রাজেশ হাঁসদা,উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, বিশ্বজিৎ রায়, কাঞ্চন মন্ডল, রিতা চক্রবর্তী, যুগল সিং সহ আরো অনেক।

Leave a Reply