RANIGANJ-JAMURIA

তৃণমূল কংগ্রেসের ত্রিপল দান অনুষ্ঠান।

বেঙ্গল মিরর, জামুরিয়া ঃ- সার্থকপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুস্থ মানুষের হাতে ত্রিপল তুলে দেয় তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে হয় এই আনুষ্ঠান। তৃণমূল কংগ্রেসের জামুরিয়া ব্লকের পক্ষ থেকে হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ব্লক সভাপতি সাধন রায়, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ পুর্নশশী রায় প্রমুখ। পুর্নশশী রায় এই অনুষ্ঠানে বলেন মা মাটি মানুষের সরকার মানুষের পাশে সর্বদাই থাকে। দলের নেত্রী মমতা ব্যানার্জি সব দিক নজর রাখেন। তিনি বলেন সামনে বিধান সভা ভোটে তার হাত শক্ত করে আরো মানুষের পাশে থাকার সুজোগ করে দিন৷

Leave a Reply