KULTI-BARAKAR

বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান।

বেঙ্গল মিরর, কুলটিঃঃ- ۔কুলটি বিধানসভা পৌরসভা 17 নম্বর ওয়ার্ড বেজডি অঞ্চলে বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় 50 টি পরিবার ,রবিবার বিকেলে বেজডি অঞ্চলের তৃণমূলের একটি আঞ্চলিক সভার আয়োজন করা হয় এই আঞ্চলিক সভায় বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির হাত ধরে 50 টি পরিবারের প্রায় 140 জন সদস্য তৃণমূলে আসেন তাদেরকে দলীয় পতাকা হাতে ধরিয়ে পার্টিতে স্বাগত জানান বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী ,মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কে দেখে উন্নয়ন করার লক্ষে এই যোগদান! সাধারণ মানুষের জন্য যেই ভাবে তৃনমুল সরকার কাজের গতি দেখছেন তারই কথা মানুষ মনে রেখে তৃনমুল এই যোগ।

Leave a Reply