তৃণমূল স্তরের বহু মানুষ বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত : মুকুল


বেঙ্গল মিরর, পুরুলিয়া: রাহুল সিনা ভারতীয় জনতা পার্টির বহু পুরনো মানুষ অতএব ওর একটা কথা কে ধরে কিছু মন্তব্য করা কোনো কারন নেই l আমার মনে হয় এটা সিনিয়র লোক রা দেখবে এবং আলচনা মধ্য দিয়ে সমস্যা মিটে যাবে l রবিবার পুরুলিয়া হুটমুড়ায় বিজেপি কার্যকারনি সভায় এসে সাংবাদিক দের প্রশ্নে একথা বলেন নব নির্বাচিত বিজেপির সর্ব ভারতীয় সহসভাপতি মুকুল রায় l

একই সঙ্গে তিনি বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি নির্বাচিত প্রসঙ্গে তিনি প্রত্যয়ের সঙ্গে বলেন, “আমি এই রাজ্যে জন্মেছি l এই রাজ্যের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে l” বিধানসভা নির্বাচনে দলের পরিচালনার কাজের দায়িত্বের জন্য না বলা হলেও তাঁর এই দায়বদ্ধতা থেকেই দেখভাল করবেন বলে পরিষ্কার জানান l
যদিও এ প্রসঙ্গে তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে পার্শ্ববর্তী রাজ্য বিহার, ওড়িশা, আসামেও বিধানসভা নির্বাচন রয়েছেl দল কোন রাজ্যের কোন ভোট পরিচালনার দায়িত্ব দেয় তা এখনই পরিষ্কার নয় l সাংগঠনিক সভায় এসে জেলার নেতাকর্মীদের উজ্জীবিত করার উদ্দেশ্যে বলেন, “বিজেপির মাঠ বড় l সেই মাঠে সেই মাঠে উন্মুখ হয়ে থাকা মানুষ ভর্তি হয়ে থাকছেন l” এক প্রশ্নের উত্তরে অভিজ্ঞ রাজনীতিক মুকুল বলেন, “পুরোনো দলের(তৃণমূল) বিধায়ক বা সাংসদদের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে আমি কোন কথা বলবো না l তৃণমূল স্তরের বহু মানুষ বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তুত আছে l তারা জেলা সভাপতি ও রাজ্য সভাপতির সাথে কথা বলে অতি শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন l