RANIGANJ-JAMURIA

পেপার মিলে বিক্ষোভ বিএমএসের। কর্তৃপক্ষ দেয়নি কোনো আশ্বাস। বৃহত্তর আন্দোলনের হুমকি।

বেঙ্গল মিরর রানীগঞ্জ,চরণ মুখার্জী:-
রানীগঞ্জের বল্লভপুর পেপার মিলের দাবি আদায়ের লক্ষ্যে বাম শ্রমিক সংগঠন সিটু তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি র বিক্ষোভ দেখানোর পর এবার বিএমএস শ্রমিক সংগঠন বল্লভপুর পেপার মিলের মজদুর সংঘ র পক্ষ থেকে রবিবার 11 দফা দাবি সম্বলিত দাবিপত্র নিয়ে বিক্ষোভ দেখায় বিএমএস সংগঠনের কর্মীরা। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম ছিল অবিলম্বে বেতন চুক্তি গ্রহণ , 22 শতাংশ হারে পুজোর বোনাস পুজোর 15 দিন আগেই প্রদান, শূন্য পদে স্থায়ী শ্রমিক নিয়োগ, বদলি ও ঠিকা শ্রমিকদের স্থায়ী পদে নিয়োগ, ওভারটাইম কাজ করলে শ্রমিকদের ডবল হাজরি প্রদান, ন্যূনতম মাসিক 18 হাজার টাকা বেতন প্রদান। সহ আরো বেশ কিছু দাবিতে সরব হয়ে তারা বিএমএসের নেতৃত্বে বিক্ষোভে সরব হয়। যদিও তিন তিনটি দল পুজোর আগেই শ্রমিক স্বার্থে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পেপার মিল কর্তৃপক্ষের কাছে তাদের দাবি পত্র তুলে ধরে। পেপার মিল কর্তৃপক্ষ সংগঠনগুলির কাছে স্পষ্ট কোনো উত্তর এখনো দেননি। এখন দেখার করোনা আবহে দুর্গা পুজোর আগে শ্রমিক স্বার্থে পেপার মিল কর্তৃপক্ষ আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করেন কিনা।

পেপার মিলে বিক্ষোভ তুলতে এলো পুলিশ। ছবি সুরজিৎ

Leave a Reply