বিধায়ক বিধানের দ্রুত আরোগ্য কামনায় দলের নেতা ও কর্মীরা।
বেঙ্গল মিরর, বারাবনি,রিকি বাল্মিকী :-
বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় মঙ্গলবার মা পানুড়িয়া বুড়ি মন্দিরে পূজো করলেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ।
পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের তরফে বিধায়কের দ্রুত সুস্থ কামনায় অন্য ভোগের করে মা
পানুড়িয়া বুড়ি মন্দিরে পূজা অর্চনা করা হয়।
এই প্রসঙ্গে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ
জানান গত ৮দিন ধরে করোনায় আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বিধায়ক বিধান উপাধ্যায়।
বারাবনি ব্লকের প্রতিটি ধর্ম স্থানে
বিধায়কের দ্রুত আরোগ্য কামনায় পূজা অর্চনা করা হচ্ছে।
আজ বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করে পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত ও পানুড়িয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কর্মীদের তরফে মা পানুড়িয়া বুড়ি মন্দিরে পূজা অর্চনা করা হয়,আমাদের বিধায়ক দ্রুত সুস্থ হয়ে আরো মানুষের মাঝে ফেরত আসুক এবং যেভাবে এই করোনা কালে মানুষের পাশে দাঁড়িয়ে গ্রামে গঞ্জে
গিয়ে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ছেন তা অতুলনীয় তিনি দ্রুত সুস্থ হয়ে পূনরায় মানুষের মাঝে ফিরে আসবে।
এই দিন উপস্থিত ছিলেন পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ হাঁসদা,উপ প্রধান বিশ্বজিৎ সিংহ,সজল চক্রবর্তী, আশিস মণ্ডল,পিন্টু সিংহ সহ আরো অনেকে।



