জঙ্গল থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বেঙ্গল মিরর, প্রকাশ দাস, কুলটি: আসানসোলের কুলটীথানার অন্তর্গত নীয়ামতপুর ফাড়ীর অন্তর্গত সীতারামপুর চবকা নামো পাড়াতে এক জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মৃত দেহ ঘিরে এলাকাতে চান্চল্য ।




আজ সকালে সীতারামপুর চবকা নামোপাড়া একটী জঙ্গলের মধ্যে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষ !মৃতদেহটি রাজারাম বাউরী (26) কুলটী থানার নিয়ামতপুর ফাড়ীর ভাড়রা গ্রামের বাসীন্দা বলে এলাকার মানুষ সনাক্ত করে মৃতদেহটি !ঘটনার খবর পেয়ে কুলটী থানার নীয়ামতপুর ফাড়ীর পুলীশ মৃতদেহটি উদ্ধার করতে এলে এলাকার মনুষেরা পুলীশকে বীখ্যোব দেখাতে থাকে তাদের দাবী পুলীশ কুকুর এনে তদন্ত করতে হবে !পরীবারের লোকের অভীযোগ প্রেম ভালোবাসার কারন সীতারামপুর বাজার এলাকার বাসীন্দা (কাজুয়া )নামে যুবকের সাথে এর আগেও ঝামেলা হয় !কোন মহিলার সাথে প্রেম ভালোবাসার কারনে রাজারাম বাউরী কে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে পরীবারের অভিযোগ !শেষ পুলিশ কুকুর এনে তদন্ত শুরু করে !