DURGAPURNewsPolitics

দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গল মিরর, সুজিত বাল্মীকি, দুর্গাপুর: কেন্দ্রীয় সরকারের দ্বারা লাগু করা কৃষক বিরোধী কালা কানুনের প্রতিবাদে এবং কংগ্রেসে নেতা রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধীর উপরে উওরপদেশ পুলিশের দ্বারা নির্যাতিত হওয়ার প্রতিবাদে পশ্চিম বধমান জেলা কংগ্রেসে সভাপতি তরুন রায়ের নেতৃত্বে দুর্গাপুরে গান্ধী মূর্তি পাদদেশে (গান্ধী মরে ) অবস্থান বিক্ষোব প্রদর্শন করা হয়। উনি বললেন ২রা অক্টোবর কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে এই আন্দোলন কর্মসূচী।

দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ
Photo by sujit balmiki

বিক্ষবের শেষে মিছিল করে এলাকা পরিদর্শন করা হয়, ও সরক অবরোধ করা হয় ,এই কর্মসূচীতে ওনার সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সুদেব রায় ,জেলা ইনটাক সভাপতি বিকাশ ঘটক, ইনটাক নেতা উমাপদ দাস , রানা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply