Bengali NewsNewsWest Bengal

পলাশডিহায় তৃণমূল কার্যালয়ের উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের পলাশডিহায় তৃণমূল কংগ্রেস (টিএমসি) কার্যালয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠান এবং কার্যালয়ের উদ্বোধন করেন জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ ঘটক। এই অনুষ্ঠানে ব্লক ২ এর সভাপতি উৎপল সিনহা, মেয়র পারিষদ শ্যাম সোরেন প্রমুখ উপস্থিত ছিলেন।

टीएमसी कार्यालय का उद्घाटन

জেলার সাধারণ সম্পাদক ও মেয়র পারিষদ অভিজিৎ ঘটক বলেন যে, “২০২১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার গঠন করবে এবং রাজ্যের জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন। জনগণ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেবেন। যদি কোনও দল থাকে, তবেই সমস্ত নেতা থাকবে, দলের উর্ধ্বে কোন নেতা নেই। বাংলার জাতি, ধর্মের নামে যারা রাজনীতি করেন তাদের কোনও স্থান নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *