বারাবনিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লকের
টিএমসি SC ST sale পক্ষ থেকে আজ একটি ধমনী ফুটবল গ্রাউন্ড এর থেকে প্রতিবাদ মিছিল বার করা হয়। কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাথরসে মেয়েটির উপরে নোংরামি করে তাকে রাতের অন্ধকারে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া হলো। এরই প্রতিবাদে আজকে এই ধিক্কার মিছিল বার করা হলো। এই মিছিল বারাবনি ব্লকের বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে দমহানি মোড়ে শেষ হয় উপস্থিত ছিলেন বারাবনি ব্লক টিএমসি ব্লক প্রেসিডেন্ট অসিত সিং, পূজা মাড্ডি,
মালা বাউরী
বারাবনি ব্লক টিএমসি যুব প্রেসিডেন্ট পার্থসারথি মুখার্জি পশ্চিম বর্ধমান টিএমসির সাধারণ সম্পাদক সন্তোষ সিং
সেন্টু ভূইয়া দীপেন বাউরী প্রমুখ।



