পাণ্ডব মুনি পূজন উৎসবের আয়োজন
বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের পঞ্চ পাণ্ডব মন্দিরে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারীর নেতৃত্বে শ্রী শ্রী পাণ্ডব মুনি পূজন উৎসবের আয়োজন করা হল। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী শ্রীমতি চৈতালী তিওয়ারি এতে অংশগ্রহণ করেন। ওনারা পুজো করলেন এবং আশীর্বাদ নেন । লক্ষণীয় যে দুজনেই কিছুদিন আগে করোনার ভাইরাসকে হারিয়ে আবার ফিরে এসেছেন। এরপরে, বিভিন্ন এলাকায় গিয়ে পুজো করছেন এবং আশীর্বাদ নিচ্ছেন । এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।