ASANSOLBengali NewsNewsPoliticsWest Bengal

Babul ঘনিষ্ঠদের পদে ফিরিয়ে আনা হলো

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল: গত ফেব্রুয়ারি মাসের পর থেকেই পশ্চিম বর্ধমান জেলায় কার্যত বিজেপি দুটি গোষ্ঠী হিসেবে কাজ করছিল। একদিকে বাবুল সুপ্রিয় তিনি তার প্রতিনিধি হিসেবে তার নিজস্ব প্যাডে গোটা জেলায় কে কে প্রতিনিধিত্ব করবেন তার হয়ে তার নামের তালিকা বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সহকারী প্রশাসকদের কাছে পাঠিয়েছিলেন । অন্যদিকে রাজ্য কমিটির নির্দেশে নতুন জেলা কমিটি ঘোষণার পর দেখা গিয়েছিল সেখানে বাবুল সুপ্রিয় গোষ্ঠীর লোকেরা যারা অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা বাদ পড়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই একটি লড়াই চলছিল। দিল্লি এবং রাজ্য নেতৃত্তের চাপে বাবুল ঘনিষ্ঠ পাঁচজনকে এদিন দলের গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনা হলো। আশা করা যায় এতে গোষ্ঠী সংঘাত কমবে।

Sudha devi with babul Supriyo at asansol on monday

মঙ্গলবার আসানসোলের কেন্দ্রীয় দলীয় অফিসে বাবুল সুপ্রিয়র উপস্থিতিতে জেলা কার্যকরী কমিটির বৈঠক হয় ।এই বৈঠকে রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ,রাজ্য নেতা ও পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় বিজেপির যুব মোর্চার সম্পাদক সৌরভ সিকদার ও বাবুল সুপ্রিয় উপস্থিত ছিলেন।

এদিন বৈঠকে বাবুল ঘনিষ্ঠ পাঁচ জনকে জেলা কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের অন্তর্ভুক্ত করার  কথা ঘোষণা করা হয় এবং জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই তাদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। জেলার প্রাক্তন সহ-সভাপতি প্রশান্ত চক্রবর্তী এবং প্রাক্তন সাধারণ সম্পাদক অপূর্ব হাজরা দুজনেই নতুন করে সহ সভাপতি পদের দায়িত্ব পেলেন।  সুধা দেবী আবারো দলের জেলা সম্পাদক হলেন।  বাবুল ঘনিষ্ঠ আরো দুই নেতা ঘনশ্যাম   রাম এবং সরোজ মন্ডল কে জেলা কমিটি বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে গ্রহণ করা হয় ।ওরা এদিনের জেলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন।

সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার শপথ নিলাম

বৈঠক শেষে  লক্ষণ ঘরউই  বলেন আমরা আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে জেতার জন্য জেলার পুরনো এবং নতুন সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার শপথ নিলাম এবং এদিন আমরা পাঁচ জনকে গুরুত্বপূর্ণ পদে আবার ফিরিয়ে এনেছি । তিনি বলেন গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। অভিজ্ঞতার ভিত্তিতে নতুন দায়িত্বে   ওরা ফিরে এসেছেন ।ওরা আরো কাজের সুযোগ পাবেন বলে আমরা মনে করি ।অন্যদিকে বাবুল ঘনিষ্ঠ এবং তার অন্যতম প্রতিনিধি প্রশান্ত চক্রবর্তী বলেন যে দায়িত্ব পেলাম তাকে মাথায় রেখেই আরো বেশি মাত্রায় দলের নির্দেশ মেনে কাজ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *