কুপন প্রদান ও মাল্টি জিমের উদ্বোধন
বেঙ্গল মিরর, দীপ ব্যানার্জি, রানীগঞ্জঃ আজ আসানসোল ( দক্ষিণ ) বিধানসভার অন্তর্গত রানীগঞ্জ ব্লকে রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ হইতে বিভিন্ন পঞ্চায়েতের মৎস্যজীবী উপভোক্তাদের হাতে ইন্সলুয়েশন বক্স সহ সাইকেল, ব্যবসা উদ্যোগী প্রার্থীদের হাতে কর্মসাথী প্রকল্পের ফর্ম, খাদ্য সাথী প্রকল্পের জন্য রেশনকার্ড হীন উপভোক্তাদের রেশনের কুপন প্রদান করলেন আসানসোল (দক্ষিণ) বিধানসভার বিধায়ক সহ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ।
উপস্থিত ছিলেন রানীগঞ্জ ব্লকের জয়েন্ট বি ডি ও অপূর্ব কর্মকার, সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, ব্লকের FEO দেবব্রত পাল, পূর্ত কর্মাধ্যক্ষ অভয় উপাধ্যায়, কর্মাধ্যক্ষ মলয় বাউরী, শিবরাম কারার, সহ অন্যান কর্মাধ্যক্ষ গণ, সমিতির সদস্য, সদস্যাগণ সহ অনেকে।
অন্যদিকে বল্লভপুর পঞ্চায়েতের বক্তারনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের তিন লক্ষ টাকার অনুদান বাবদ ব্যয়ে মাল্টি জিমের শুভ উদ্বোধন ।করলেন আসানসোল (দক্ষিণ) বিধানসভার বিধায়ক সহ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ।