বারাবনিতে মারামারি, আহত এক দোকানদার জেলা হাসপাতালে।
বেঙ্গল মিরর, বারাবানি, মনোজ শর্মাঃ- দুই দোকানদারের মধ্যে হয় বচসা তারপরে মারামারি। আহত হয় সুপ্রতিম রায় নামক এক দোকানদার। ঘটনাটি ঘটেছে
বারাবনি থানার অন্তর্গত পানুড়িয়া বাজার এলাকায়।
জানা গিয়েছে, কয়েক মাস ধরে এই রকমই ঝামেলা চলছিল। রবিবার তা ভয়ংকর আকার নেয়। স্থানীয় কয়েক জন এসে সুপ্রতিম বাবুকে মারধর করতে শুরু করে বলে আভিযোগ । জানা যায়, সুপ্রতিমের দোকানের সামনে একটি লোহার বেরিকেড তৈরি হচ্ছিল। সেই মুহূর্তে তারা এসে সেই কাজে বাধা দেয়। না শুনলে তাকে প্রচণ্ড মারধর করে বলে আভিযোগ । তারা ওই ব্যারিকেড তৈরি করতে কিছুতেই দেবে না। কিন্তু সুপ্রতিম তার দোকানের সুরক্ষার প্রয়োজনে ওই ব্যারিকেড করছিলেন। তারপর সুপ্রতিম বাবু ওই অবস্থাতেই বারাবনি থানায় এসে অভিযোগ দায়ের করে। তারপর পুলিশের তরফে তাকে কেলেজোড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।পরে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভালো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এলাকায় চাপা উত্তেজনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/10/IMG-20201011-WA0006-250x500.jpg)