ASANSOLASANSOL-BURNPUR

বিসি কলেজের কাছে পুকুরে যুবতীর মৃতদেহ, ধরমপুরের নিখোঁজ যুবতী ?

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
সাতসকালেই আসানসোলের বিধান চন্দ্র কলেজের পাশেই পুকুরে পাওয়া গেল এক যুবতীর মৃতদেহ। ওইযুবতীর বয়স আনুমানিক ১৮-১৯ এর মধ্যে। সঙ্গে সঙ্গে খবর যায় হীরাপুর থানায়। হিরাপুর থানার পুলিশ খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়। হিরাপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান, ধরমপুরের নিখোঁজ যুবতীর মৃতদেহ এটা।


প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সকালবেলাতে তারা কাল সালোয়ার কামিজ পরিহিতা যুবতীকে পুকুরের ঘাটে ডোবা অবস্থায় দেখতে পান। কেউ কেউ বলেন যুবতীর মুখে রক্তের দাগ লেগে ছিল।

এ ব্যাপারে হিরাপুর থানার ওসি সৌমেন্দ্র সিংহ ঠাকুর কে ফোন করা হলে তিনি বলেন যুবতীর শনাক্তকরণের কাজের সঙ্গে সঙ্গে ঘটনা আত্মহত্যা না খুন সে ব্যাপারে তদন্ত করছে হিরাপুর থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply